রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির পরিচালক হলেন ড. মুর্শিদা ফেরদৌস

Sep 18, 2024 - 19:53
 0  7
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির পরিচালক হলেন ড. মুর্শিদা ফেরদৌস
ড. মুর্শিদা ফেরদৌস বিনতে হাবীব | ছবি: সংগ্রহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির পরিচালক হলেন ড. মুর্শিদা ফেরদৌস বিনতে হাবীব। তিনি শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) নতুন ভারপ্রাপ্ত প্রথম নারী পরিচালক হিসেবে নিযুক্ত হলেন। তিনি তার নতুন কমস্থলে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) যোগদান করেন। 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক হিসেবে কর্তরত আছেন। এই ছাড়াও তিনি বিশ্ববিদ্যালয় বার্তার সম্পাদনা পর্ষদের সদস্য ছিলেন। পাশাপাশি রাজশাহী বেতারের তালিকাভুক্ত আবৃত্তিশিল্পী, নাট্যশিল্পী এবং ঘোষক হিসেবেও কাজ করছেন তিনি।

জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিএসসিসির পরিচালক নিযুক্তের বিষয়টি নিশ্চিত করেন।

অধ্যাপক মুর্শিদা ফেরদৌস বিনতে হাবীব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরবর্তিতে তিনি ২০০৫ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি। রাবি মনোবিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে তিনি যোগ দান করেন ১৯৯৯ সালে ও ২০১৪ সালে অধ্যাপক পদে উন্নীত হন। তিনি তাপসী রাবেয়া হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক ও রোভার লিডারসহ বেশকিছু দায়িত্ব পালন করেছেন।

 

সিএ রিপোর্ট ক্যাম্পাস আলো একটি অনলাইন শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক নিউজ পোর্টাল। ক্যাম্পাস আলো পক্ষ থেকে অনলাইন রিপোর্টার।