কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে

Sep 17, 2024 - 17:00
 0  3
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে
ছবি: সংগ্রহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিনের আয়োজন করা হয়েছিল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে। 

সোমবার (১৬ই সেপ্টেম্বর) বাদ জোহর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) দোয়া মাহফিল আয়োজনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

দোয়া মাহফিলে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. জাকির সায়াদউল্লাহ খান বলেন, এইবার আমরা স্বল্প পরিসরে আয়োজন করেছি এবং অনেক বছর পর আয়োজন করতে পেরেছি। আজকের এ দিবসটি সামনের দিনগুলোতেও যেন যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয় তা প্রত্যাশা করছি। আগামীতে আমরা নাতে রাসুল (সা.) ও সিরাত প্রতিযোগিতাসহ ইসলামের অন্যান্য প্রতিযোগিতা আয়োজন করার চেষ্টা করব। 

এছাড়াও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুজিবুর রহমান মজুমদার। তিনি রাসুলুল্লাহ (সা.) এর জীবনী নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন এবং মোনাজাতের মাধ্যমে মহফিল সমাপ্তি ঘোষণা করেন।

প্রত্যেক বছর আরবী মাসের (১২ রবিউল আউয়াল) কে সারা বিশ্বের মুসলমানরা পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) পালন করা হয়। কারণ এই দিনে আমাদের প্রিয় নবী মহানবী হজরত মুহাম্মদ (সা.) জন্মগহন করেন। ৫৭০ খ্রিস্টাব্দের এই দিনে সৌদি আরবের মক্কা নগরে বিখ্যাত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। 

এবং ৬৩২ খ্রিস্টাব্দের একই দিনে প্রিয় নবী মহানবী হজরত মুহাম্মদ (সা.) ইহলোক ত্যাগ করেন।

সিএ রিপোর্ট ক্যাম্পাস আলো একটি অনলাইন শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক নিউজ পোর্টাল। ক্যাম্পাস আলো পক্ষ থেকে অনলাইন রিপোর্টার।